◑☞ মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসুলে পাক (ﷺ) এর নাম শুনে মহব্বতে যারা আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করবে তাদের প্রতি রাসুলে পাক(ﷺ) এর শুভ সংবাদ-
রাসুল (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন,
روى عن النبى صلى الله عليه وسلم انه قال من سمع اسمى فى الاذان ووضع ابهامين على عينيه فانا طالبه فى صفوف القيامة وقئده الى الخنة (صلوة مسعودى ٢)
অর্থ:- যে উম্মত আজানে আমার নাম শুনবে অতঃপর আঙ্গুলদ্বয় চোখের মধ্যে রাখবে আমি তাকে কিয়ামতের কাতার থেকে তালাশ করে জান্নাতে নিয়ে যাব।
(সালাতে মাসউদি ২য় খন্ড)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন